শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

হাতিয়ায় টানাবৃষ্টিতে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে মানুষ 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় টানাবৃষ্টিতে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে মানুষ 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় টানাবৃষ্টিতে হাজার হাজার পরিবার পানিবন্দি, এছাড়াও ফসলের মাঠ, মাছের প্রজেক্ট, পুকুর ডুবে বিলের পানিতে থৈ থৈ, কৃষক ও মাছ চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত। 

সোমবার (৭ আগস্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা যায়, হাতিয়ার চারদিকে বৃষ্টির পানিতে থৈ থৈ, ফসলের মাঠসহ ডুবে গেছে মাছ চাষের পুকুর ও প্রজেক্টগুলো। 

বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬নং ওয়ার্ডে গেলে মো. ছাইফুল ইসলাম (৩৮) নামের এক মাছচাষী জানান, দিনের পর দিন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে তার পুকুর ডুবে মাছ চলে গেছে, এতে তিনি প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। 

এছাড়াও মো. ইসমাইল হোসেন (৫০) জানান, প্রথম ধাপে বৃষ্টি হওয়ায় ফসলের মাঠে ধানের বীজ রোপণ করেছিলাম পরবর্তীতে অনাবৃষ্টির কারণে সব বীজ নষ্ট হয়ে যায়। কিন্তু এইবার প্রথম বৃষ্টি হবার পর ২ কানি জমিতে ফসল চাষাবাদ করি অথচ অতিরিক্ত টানাবৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে সব ফসলের মাঠ, এতে আমার প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি।

এদিকে ইউনিয়নের বেড়িবাঁধের পূর্বে বসবাস করা শত শত পরিবারগুলো পানিবন্দি হয়ে কষ্টে আছে, পরিবারে সদস্যদের দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ। এছাড়াও পানিবন্দি হওয়ায় পরিবারের লোকজন ঘর থেকে বের হতে না পারায় বিপাকে। 

উপজেলার বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে ইউনিয়নের চারদিকে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে দূর্ভোগে পড়েছে, বিভিন্ন অঞ্চলে ঘুরে মানুষের খবরাখবর নিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা ব্যবস্থা। গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক কমিটি।

টিএইচ